রাজগঞ্জ, ২ নভেম্বরঃ রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের গৌড়মোটাগছ এলাকায় ভুটকি নদীতে সেতু তৈরি না হওয়ায় ভোট বয়কটের কথা ভাবছেন এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, গৌড়মোটাগছে ভুটকি নদীর ওপর একটি পাকা সেতু বহু বছর থেকে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।ফলে গৌড়মোটাগছ, বাদলাগছ সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বাসিন্দারা যাতায়াতের সমস্যয় রয়েছেন।জীবনের ঝুকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হয়।
বাসিন্দারা অভিযোগ করে বলেন, সেতু তৈরির বিষয়টি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষও জানেন।ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিশ্রুতি দিলেও সেতু তৈরি হয়নি।আগামী বিধানসভা নির্বাচনের আগে সেতুটি তৈরি না হলে প্রয়োজনে ভোট বয়কট করা হবে বলে জানান তারা।
এই বিষয়ে স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য মাণিক রায় বলেন, রাজ্যে পালা বদলের পরই গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে সেতুটি তৈরি শুরু করা হয়।কিন্তু কাজ সম্পন্ন না করেই বন্ধ করে দেয়।তিনি আরও বলেন, আমি পঞ্চায়েত সদস্য থাকাকালীন কয়েকবার গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে সেতুটি তৈরির ব্যাপারে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানালেও আজও অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।