রাজগঞ্জ, ১৩ মার্চঃ নদী পারাপারের জন্য সেতু নেই, দীর্ঘ কয়েক বছর ধরে কোনোরকমে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিভিন্ন জায়গায় আবেদন করেও হয়নি।এই কারণে ভোট বয়কটের কথা ভাবছেন রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া চতুরাগছ গ্রামের গ্রামবাসীরা।
জানা গিয়েছে, এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে ডাহুক নদী। কয়েক দশক থেকে সেতুর অভাবে ভুগছেন চতুরাগছ গ্রামের বাসিন্দারা।বিভিন্ন জায়গায় আবেদন করেছেন কিন্তু এখনও হয়নি সেতু।এদিকে ফের আসছে লোকসভা ভোট।এবছর লোকসভা ভোট বয়কটের কথা ভাবছেন গ্রামবাসীরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, গরমের সময়ে বাঁশের সাঁকো দিয়ে কোনরকমে যাতায়াত করা গেলেও বর্ষায় করা যায় না।হাট-বাজার, স্কুল-কলেজ, অফিস-কাছারি সহ সব কাজেই ওই নদীর জল দিয়ে যাতায়াত করতে হয়।সেতু না থাকার কথা এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষেরও অজানা নয়। ভোটের সময় নেতারা সেতু করার প্রতিশ্রুতি দিয়ে যায়। কিন্তু আজও সেতু তৈরি হয়নি। তাই আমরা ভোট বয়কটের কথা ভাবছি।
এই বিষয়ে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবা খানুম বলেন, সেতুর বিষয়টি আমার নজরে রয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যারা ভোট বয়কটের কথা ভাবছেন তারা জেনো ভোট বয়কট না করেন। লোকসভা নির্বাচনের পরে সেতুটি করে দেওয়া হবে।