শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ বিতর্ক কাটিয়ে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করলেন প্রাক্তণ মেয়র তথা বাম প্রার্থী অশোক ভট্টাচার্য।এদিন শেষ রবিবাসরীয় প্রচারে ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা কংগ্রেস প্রার্থী সুজয় ঘটকের হয়ে প্রচার সারেন অশোক ভট্টাচার্য।উপস্থিত ছিলেন বাম নেতা জীবেশ সরকার।
বিগত পুর নির্বাচনে বাম-কংগ্রেস জোট করে নির্বাচন লড়লেও এবার ৪টি ওয়ার্ড বাদ দিয়ে প্রায় সবকটি ওয়ার্ডেই কংগ্রেস-বাম এককভাবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে।শুধুমাত্র কংগ্রেসের শক্তঘাটি হিসেবে পরিচিত ১৬ নম্বর ওয়ার্ড সহ মোট চারটি ওয়ার্ডে কংগ্রেসকে সুবিধা পাইয়ে দিতে আসন সমঝোতা করেছেন তারা।
তবে আগামীতে পুরবোর্ড গড়তে কংগ্রেসকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বলে জানালেন বাম নেতা অশোক ভট্টাচার্য।প্রচারে বেরিয়ে বিজেপির উন্নয়নের স্লোগান নিয়ে কটাক্ষও করেন তিনি।
এদিনের সিপিএম ও কংগ্রেসের এই যৌথ প্রচার নির্বাচনের আগে জোট নিয়ে নতুন করে বার্তা পৌছাবে সাধারনের কাছে এমনটাই জানালেন কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক।