শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ বাবার হাত ধরেই ভোটের ময়দানে মেয়ে।এবারে শিলিগুড়ি পুরনিগম ভোটে ২৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের হয়ে লড়াইয়ে নেমেছেন কংগ্রেস নেতা শঙ্কর মালাকারের মেয়ে রুচিরা মালাকার।
বাবার হাত ধরেই একের পর এক প্রচার সেরেছেন তিনি।এবারে শেষ মুহুর্তের প্রচারে ঝড় তুললেন বাবা শঙ্কর মালাকার ও মেয়ে রুচিরা মালাকার।
বুধবার বাবাকে সঙ্গে নিয়ে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ভোট প্রচারে বের হন রুচিরা মালাকার।হাত জোড় করে ওয়ার্ডবাসীর কাছে ভোট দেওয়ার আবেদনও জানান।এদিন শোভাযাত্রাটি ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তণ মেয়র গঙ্গোত্রী দত্ত,সর্ব ভারতীয় কংগ্রেসের সম্পাদক বিপি সিং সহ একাধিক নেতৃত্বরা।
এই বিষয়ে কংগ্রেস নেতা শঙ্কর মালাকার জানান, এবার ফের সিপিএম-কংগ্রেস যৌথভাবে ক্ষমতায় আসবে এবং বোর্ড গঠন করবে।পাশাপাশি ২৬ নম্বরের কংগ্রেস প্রার্থী রুচিরা মালাকারের জেতার ব্যাপারেও একশো শতাংশ আশাবাদী বলে জানান তিনি।