শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ হাতে আর মাত্র ৫ দিন।আগামী ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরনিগম ভোট।তার আগে জোর কদমে প্রচার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা।
আজ শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কিরসেনসিয়া কিন্ডো ওরফে কবিতা এর সমর্থনে ভোট প্রচার করলেন জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়।এদিন ওয়ার্ডের চয়নপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন তিনি।
এদিন জয়ন্ত রায় বলেন, শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে।