চটহাট , ২৬ জুনঃ সকাল থেকে উত্তপ্ত শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লক৷শিলিগুড়ি মহকুমা পরিষদ ভোটগ্রহণ শুরু হতেই ফাঁসিদেওয়ার চটহাটের বিভিন্ন জায়গায় তৃণমূল ও নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷
এদিন নির্দল প্রার্থী আখতার আলি অভিযোগ করেন, সকালে তার এক এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেয় তৃণমূল৷ এরপর তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়৷ অন্যদিকে আরও বেশ কয়েক জায়গায় বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ করেন নির্দল প্রার্থী
এদিকে পাল্টা তৃণমূলের সমর্থকেরা অভিযোগ করেন যে সকালে চটহাটের খালপাড়া এলাকায় নির্দল প্রার্থীর সমর্থকেরা একটি গাড়ি ভাঙচুর চালায়৷তৃণমূলের এক সমর্থকের গাড়ি ভাঙচুর করা হয় বলে দাবি করা হয়৷ অভিযোগ ভিত্তিহীন বলেন আখতার আলি।