শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ ভোট পরবর্তী হিংসা শিলিগুড়ির পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লি বলাকা মোড় এলাকায়।ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ গোটা এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকার সোমা ভট্টাচার্য ও তার পরিবার দীর্ঘদিনের সিপিএম সমর্থক।আর তাতেই আপত্তি এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের।অভিযোগ, গতকাল রাত ১২টা নাগাদ সোমা ভট্টাচার্যের পরিবারের উপর লাঠি,বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত বেশকিছু দুষ্কৃতি।ঘর ভাঙচুর এবং মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ।পরিবারের সদস্যরা কোনোরকম প্রাণে বাঁচলেও রাতভর আতঙ্কে থাকেন তারা।আরও অভিযোগ, ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জির ইন্ধনেই এমন ঘটনা ঘটনো হয়েছে।
যদিও ঘটনার কথা অস্বীকার করেন ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি।ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ধরণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।তাদের নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছিল।এটাই তারা বানিয়ে বলছে।আমাদের কর্মীরা গিয়ে তাদের ঝামেলা সামলেছে। এই ধরণের ঘটনা বরদাস্ত করবো না।