শিলিগুড়ি, ৩ সেপ্টেম্বরঃ ধূপগুড়ি উপ-নির্বাচন নিয়ে জোর কদমে চলছে শেষ মুহুর্তের প্রচার।নির্বাচনী প্রচারে আসছেন রাজ্য নেতা-নেত্রী থেকে শুরু করে তারকা সাংসদরা।
রবিবার ধূপগুড়ি উপ-নির্বাচনের প্রচারে আসলেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।এদিন বাগডোগরা বিমানবন্দরে নামেন তারা।বিমানবন্দরে তাদের স্বাগত জানান দার্জিলিং জেলা তৃণমূলের কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্য নেতা কর্মীরা।
বিমানবন্দর থেকে সোজা ধূপগুড়ির উদ্দেশ্যে রওনা হন।ধূপগুড়িতে জনসভার মধ্য দিয়ে ভোট প্রচার সারবেন তারা।