ভোট মিটতেই ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম,ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে

শিলিগুড়ি,৬ মেঃ ভোট মিটতেই ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের মূল্য।ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।গত ২ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়।এরপর থেকেই প্রতিদিন ১০-২০ পয়সা মূল্যবৃদ্ধি হচ্ছে পেট্রোল-ডিজেলের।গত ৩ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত পেট্রোল ও ডিজেলের ৫০ পয়সা করে মূল্যবৃদ্ধি হয়েছে।বর্তমানে শিলিগুড়িতে পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি ৯০ টাকা ৯৩ পয়সা ও ডিজেল ৮৪ টাকা ৬ পয়সা হয়েছে।


পেট্রোল পাম্পে আসা এক ব্যক্তি জানান, নির্বাচন চলাকালীন পেট্রোল-ডিজেলের দাম কমলেও নির্বাচনের ফলপ্রকাশ হতেই ফের মূল্যবৃদ্ধি ঘটেছে।

অন্যদিকে শিলিগুড়ির এক পেট্রোল পাম্পের ম্যানেজার বলেন, গত কয়েকদিনে ফের পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে।গত তিনদিনে ৫০-৬০ পয়সা দাম বৃদ্ধি হয়েছে।আগামীতে পেট্রোল-ডিজেলের দাম বাড়বে বলেই মনে হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş