শিলিগুড়ি, ২২ এপ্রিলঃ দ্বিতীয় দফার লোকসভা ভোটের আগে শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম অর্জুন প্রসাদ।
জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রনগর এলাকায় এক যুবককে গ্রেফতার করে পুলিশ।যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও ৩টি তাজা কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অর্জুন প্রসাদ কুখ্যাত অপরাধী।তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।গতকাল রাতে কোন অপরাধমূলক ঘটনা ঘটানোর উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল সে।খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে যুবককে গ্রেফতার করে।