রাজগঞ্জ, ২০ আগস্টঃ পঞ্চায়েত ভোটে রাজগঞ্জের জুম্মাগছ বুথে রাজনৈতিক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য তুলে দিল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি।আজ ৬ টি পরিবারকে ঘর তৈরীর জন্য টিন এবং এক অসুস্থ মহিলাকে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করা হয়।
জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের দিন রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের জুম্মাগছ বুথে। অভিযোগের আঙুল ওঠে শাসক দলের দিকে। বামপন্থী দলের অনেক বাড়িতে ব্যাপক ভাঙচুর ও মারধর করা হয় বলে অভিযোগ।আজ সেইসমস্ত ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সাহায্য করলো নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি।
এই বিষয়ে এবিপিটি এর জলপাইগুড়ি জেলার সম্পাদক তথা রাজ্য কমিটির সহ-সভাপতি বিপ্লব ঝা বলেন, ভোটের দিন রাজগঞ্জের জুম্মাগছ বুথের অনেক সিপিএম কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে।ওই পরিবারগুলিকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হয়েছিল।আইনজীবী সংগঠনও পাশে দাঁড়িয়েছিল। আজ এবিপিটিএ – এর রাজ্য কমিটির পক্ষ থেকে কয়েকটি পরিবারকে ঘর তৈরির টিন ও একজনকে আর্থিক সাহায্য করা হল।
এদিন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মোহনদাস পন্ডিত, সহ-সভাপতি বিপ্লব ঝা, সম্পাদক ধ্রুবশেখর মন্ডল, কোষাধ্যক্ষ কৃষ্ণেন্দু রায় চৌধুরী ও রাজগঞ্জ ব্লকের নেতৃত্বরা।