শিলিগুড়ি,২৭ জুনঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে ডিউটি করতে এসে মৃত্যু হল এক পুলিশ কর্মীর।মৃতের নাম বুদ্ধদেব টুডু।তিনি বাঁকুড়ার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে।
রবিবার ভোটের ডিউটি করেন তিনি।এরপর এদিন খাবার খেতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লে তাকে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।চিকিৎসকদের অনুমান,হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বুদ্ধদেব বাবুর।মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

দুঃখজনক। বাড়ি থেকে এত দূরে মৃত্যু।