বারুইপুর, ৪ আগস্টঃ সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর কাছারি বাজারে।
সূত্রের খবর,কাপড় পট্টি থেকে প্রথমে ধোঁয়া ও আগুন দেখতে পায় স্থানীয়রা।এরপর মূহুর্তের মধ্যে সেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে।এরপরই ঘটনার খবর দেওয়া হয় বারুইপুর দমকল বিভাগকে।তবে প্রায় ১ ঘণ্টা পর দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।এরপর আরও ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়।
স্থানীয়রাও আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন।তবে জল সংকটে তাদের কাজ ব্যাহত হয়।এরপর স্থানীয় কাউন্সিলর এর তৎপরতায় কলকাতা থেকে জল নিয়ে আরো একটি ইঞ্জিন আসে।আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নিয়ন্ত্রনে আনতে হিমশিম খেতে হয় কর্মীদের।
জানা গিয়েছে, বাজারের প্রায় একশোটিরও বেশি দোকান ভস্মীভূত হয়েছে।ঘটনায় কাছারি বাজারে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান,শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।