শিলিগুড়ি, ৬ মার্চঃ বাগরাকোটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই প্রায় ৬ টি দোকান সহ একটি গোডাউন।শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে।২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাগরাকোটের ওই জনবহুল এলাকায় প্রায় গায়ে লাগিয়ে রয়েছে একের পর এক দোকান।যার জেরেই আগুন একটি দোকান থেকে অন্য দোকানে শীঘ্রই ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শুক্রবার মধ্যরাতে হঠাৎই একটি দোকানে আগুন দেখতে পেয়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয়রা।খবর দেওয়া হয় দমকলকে।স্থানীয়দের অভিযোগ, দমকল ঘটনাস্থলে আসতে দেরি করে যার ফলে একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ে।ভয়াবহ আগুনে সম্পূর্নভাবে পুড়ে ছাই হয়ে যায় দোকানগুলি।গোডাউনে রাখা একটি টোটো, দুটি বাইক এবং একটি স্কুটিও এই অগ্নিকান্ডে সম্পূর্নভাবে পুড়ে যায়।তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
স্থানীয় এক ব্যাবসায়ী নুপুর হালদার জানান, দমকল সঠিক সময়ে ঘটনাস্থলে আসেনি, বারবার তাদের ফোন করেও পাওয়া যায়নি।সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছলে এত বড় দুর্ঘটনা ঘটত না।প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে তবে সঠিক কারন এখনও পর্যন্ত জানা যায়নি।
এই ঘটনায় প্রত্যেক ব্যবসায়ীর প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।এইমুহূর্তে তারা কি করবেন তা ভেবেই দিশেহারা।সরকারি সাহায্য আর্জি জানাবেন বলেও জানান ব্যবসায়ীরা।