গজলডোবা, ৪ অক্টোবরঃ সিকিমে হ্রদ ফেটে তিস্তায় হড়পা বান।যার জেরে ভয়াবহ পরিস্থিতি গজলডোবা তিস্তা ব্যারেজর, আতঙ্কিত এলাকার বাসিন্দারা৷
গতকাল রাত থেকেই সিকিমে মেঘভাঙা বৃষ্টির ফলে লোনক হ্রদ ফেটে যায়।ফুলে ফেঁপে উঠে তিস্তা।ভয়ঙ্কর পরিস্থিতি সিকিমের।যার ফলে রাজগঞ্জ ব্লকের গজলডোবা ব্যারেজও ফুলে ফেঁপে উঠেছে।বিপদসীমার উপর দিয়ে বইয়ে জল।প্রশাসনের তৎপরতায় ইতিমধ্যেই বেশকয়েকটি লক গেট খুলে দেওয়া হয়েছে।যেকারণে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিন বাসিন্দারা জানান, রাত থেকেই তিস্তা ব্যারেজ জল বাড়তে শুরু করে। পাহাড়ে বৃষ্টির ফলেই এই জল বেড়েছে।এর আগে কোনোদিন এতো জল বাড়তে দেখিনি৷ আমরা খুব আতঙ্কে রয়েছি।
এই বিষয়ে রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার বলেন, রাত থেকেই তিস্তার জল বেড়েছে। পরিস্থিতি এখনও উদ্বেগজনক।আমরা রাত থেকেই এখানে রয়েছি। সবরকম ব্যবস্থা রেখেছি। এই এলাকায় মানুষদের সচেতন করা হচ্ছে। পুলিশ, সিভিল ডিফেন্সের টিম ঘটনাস্থলে রয়েছে৷