রাজগঞ্জ, ৩১ জানুয়ারিঃ ৫১ পীঠ ত্রিস্রোতা মা ভ্রামরী দেবীর বাৎসরিক পুজো ও মেলা শুরু হল। রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের বোদাগঞ্জে অবস্থিত ৫১ পীঠ মা ভ্রামরী দেবীর বাৎসরিক পুজো উপলক্ষে পাঁচদিন ব্যাপী মেলা শুরু হয়েছে।
শনিবার মাঘী পূর্ণিমা তিথিতে ভ্রামরী দেবীর পুজোর মধ্য দিয়ে এই পুজো ও মেলার শুভ সূচনা হয়।এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজো ও মেলার উদ্বোধন করেন এসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি তথা সমাজসেবী কৃষ্ণ দাস, মন্দিরের মূল পুরোহিত লালা বাবা, বেলাকোবা রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানের পর এলাকার দুঃস্থ ও অসহায় প্রায় ৪৫০ জন মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
এই বিষয়ে কৃষ্ণ দাস জানান, প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে ভ্রামরী দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর এই পুজো ৫৪ তম বর্ষে পদার্পণ করেছে।এবছরও বিশেষ আড়ম্বরের সঙ্গে পুজোর আয়োজন করা হয়েছে।পুজোর পাশাপাশি মেলার আয়োজন করা হয়েছে, যা চলবে আগামী ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত।
মেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।পাশাপাশি ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে।

