ভ্রামরীদেবীর বাৎসরিক পুজো উপলক্ষে পাঁচদিন ব্যাপী মেলার আয়োজন বোদাগঞ্জে   

রাজগঞ্জ, ২৩ ফেব্রুয়ারিঃ ৫১ পিঠ ত্রিস্রোতা ভ্রামরীদেবীর বাৎসরিক পুজো উপলক্ষে ৫ দিন ব্যাপী মেলা শুরু হল বোদাগঞ্জে।


রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের বোদাগঞ্জে মাঘ মাসের মাঘী পূর্ণিমা তিথিতে ভ্রামরীদেবীর পুজোর মাধ্যমে মেলা শুরু হল।এদিন পুজো ও মেলার সূচনা করেন এসজেডিএ’র সদস্য তথা সমাজসেবী কৃষ্ণ দাস।

এছাড়াও এদিন নতুন অন্নপূর্ণা মন্দিরের উদ্বোধন করা হয়।পাশাপাশি দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়।জানা গিয়েছে, ২৩শে ফেব্রুয়ারি থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।পুজোর পাশাপাশি প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে।


এই বিষয়ে কৃষ্ণ দাস জানান, প্রতিবছর মাঘী পূর্ণিমায় ত্রিস্রোতা ভ্রামরীদেবীর বাৎসরিক পুজো করা হয়। এবারে এই পুজো ৫২ তম বছরে পদার্পণ করেছে।এবছরেও সারম্বড়ে পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর পাশাপাশি পাঁচদিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCEL