শিলিগুড়ি, ২৮ মার্চঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৩ জন।
গত বুধবার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলজে ও হাসপাতালের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এর একটি ওয়ার্ডে করোনা বা যে কোনো ভাইরাল পরীক্ষার জন্য ভিআরডিএল ল্যাব চালু করার কথা ছিল।তবে কিছু কারণবশত এখনও সেই ল্যাব চালু হয়ে ওঠেনি।
হাসপাতাল প্রিন্সিপাল প্রবীর কুমার দেব জানান, করোনা পরীক্ষার ভি আর ডি এল ল্যাব চালুর জন্য কলকাতা থেকে ডাক্তার আসার কথা ছিল।আজ দুপুরে ডাক্তাররা রওনা দিয়েছেন।তারা এসে পৌঁছালেই এই ল্যাব এর কাজ শুরু হবে। এর ফলে যে কোনো ভাইরালের পরীক্ষাই এখানে করা সম্ভব হবে।
পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় ২০১৬-১৭ সালে এই ল্যাবের পরিকল্পনা করা হয়।ইতিমধ্যেই এর জন্য WHO সহ বেশ কিছু অনুমোদন পাওয়া গেছে।