শিলিগুড়ি, ১২ জানুয়ারিঃ দুঃস্থ মানুষদের ভ্রমনের ইচ্ছে পূরণ করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ শেরপা সংস্কৃতি পরিষদ।তাদের উদ্যোগে প্রায় ২৬০ জন গরিব বৌদ্ধ ধর্মীকে বুদ্ধগয়া দর্শনের নিয়ে যাওয়া হল।
রবিবার মাটিগাড়া পরিবহননগর থেকে ৪টি বাসে করে তাদের নিয়ে যাবার ব্যবস্থা করা হয় পরিষদের পক্ষ থেকে।
পরিষদের চেয়ারম্যান নিমা ওয়াংদি শেরপা জানান, মনের ইচ্ছা থাকলেও অর্থের অভাবে উপায় থাকে না।সেই কারণে ওই সমস্ত মানুষদের বুদ্ধগয়া দর্শনের উদ্যোগী হয়েছেন তারা।আগামী ২০ দিনের এই ভ্রমণে বুদ্ধগয়া সহ বিভিন্ন আকর্ষণীয় দর্শনীয় স্থান দর্শন করানো হবে বলে জানান তিনি।