ইসলামপুর, ৪ জানুয়ারিঃ শনিবার সকালে ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে কৃষকদের ভুট্টার বীজ বিতরণ করা হল।
জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে কয়েক বছর থেকে গম চাষ বন্ধ রাখা হয়েছে।গম চাষের পরিবর্তে তাদের ভুট্টার বীজ দেওয়া হচ্ছে যাতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
পঞ্চায়েত প্রধান রাজি বেগম জানান, প্রায় ১০০ প্যাকেট ভুট্টার বীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।এই বিজ পরিশোধনের জন্য কিছু ওষুধও দেয়া হয়েছে।