শিলিগুড়ি, ৩১ মেঃ শিলিগুড়িতে ভুয়ো আধার পরিষেবা কেন্দ্রের পর্দাফাঁস করলো ডিটেকটিভ ডিপার্টমেন্ট।ঘটনায় গ্রেফতার ২ অভিযুক্ত।ধৃতদের নাম সুশীল রায় টিকিয়াপাড়ার বাসিন্দা এবং ইন্দ্র নারায়ণ চৌধুরী ফুলেশ্বরীর বাসিন্দা।ইন্দ্র নারায়ণ চৌধুরী এই কান্ডের মাস্টারমাইন্ড।ধৃতের ল্যাপটপ এবং মোবাইল থেকে প্রচুর মানুষের ছবি এবং আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট গোপন সূত্রে খবর পায় যে শিলিগুড়িতে অবৈধভাবে আধার কার্ড তৈরি করা হচ্ছে।এরপরই তদন্তে নামে ডিডি।সেইসময় ডিডি জানতে পারে যে সুশীল রায় নামে এক ব্যক্তি এই কান্ডে জড়িত।যাদের আধার কার্ড নেই এমন ব্যক্তিদের খুঁজতেন তিনি।এরপর ইন্দ্র নারায়ণ চৌধুরীর কাছে সেই ব্যক্তিদের নিয়ে যেতেন সুশীল রায়।বিনিময়ে ১ হাজার টাকা দেওয়া হত তাকে।ইন্দ্র নারায়ণ চৌধুরীও মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নথী ছাড়াই আধার কার্ড তৈরি করতেন।শিলিগুড়িতে দীর্ঘদিন ধরে এই কারবার চলছিল।
গতকাল রাতে ডিটেকটিভ ডিপার্টমেন্ট প্রথমে টিকিয়াপাড়া থেকে সুশীল রায়কে গ্রেফতার করে।তাকে জিজ্ঞাসাবাদের পর ফুলেশ্বরী থেকে ইন্দ্র নারায়ণ চৌধুরীকেও গ্রেফতার করা হয়।আজ ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।জাল আধার কার্ড মামলায় আরও অনেকে জড়িত থাকতে পারে। গোটা ঘটনার তদন্তে নেমেছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।
