রাজগঞ্জ, ২ মার্চঃ ভুয়ো ভোটার খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পর্যবেক্ষণ করছেন বিধায়ক খগেশ্বর রায়।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ডের তালিকায় স্ক্রুটিনি করতে দেখা গেল বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার ও অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যদের।
এদিন রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফাঁড়াবাড়ির নেপালি বস্তি এলাকায় ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টের নাম, ভোটার কার্ডের নম্বর অফলাইন ও অনলাইনে চেক করা হয়। পাশাপাশি রাজগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই ভোটার লিস্ট পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভূতুড়ে ভোটার ধরতে মন্ত্রী, মেয়র, বিধায়ক, জেলা সভাপতিদের নিজের নিজের এলাকায় ভোটার কার্ড স্ক্রুটিনি করার কথা বলেছিলেন।সেইমতে আমার বিধানসভা এলাকায় এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনি করা হচ্ছে।