শিলিগুড়ি, ২৪ মার্চঃ বৃহস্পতিবার শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড অফিস করাকে কেন্দ্র করে ঝামেলা ও উত্তেজনা ছড়ায়।ঘটনার পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।এদিন তৃণমূল নেতৃত্বদের সঙ্গে গোটা এলাকা ঘুরে দেখেন তিনি।
প্রসঙ্গত, শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরীতে কংগ্রেসের কার্যালয়ে ওয়ার্ড অফিস করার কথা বলেন পুরনিগমের চেয়ারম্যান তথা ওয়ার্ডের কাউন্সিলর প্রতুল চক্রবর্তী।এই অনুযায়ী কংগ্রেসের সঙ্গে একটি চুক্তিও হয়।অভিযোগ, বৃহস্পতিবার সকালে প্রতুল চক্রবর্তী সেই কার্যালয়ে পৌঁছালে সেখান বিজেপি নেতা বিকাশ সরকার কাউন্সিলর প্রতুল চক্রবর্তীকে হেনস্তা ও ধাক্কা দেন।এরপরই ঘটনা ঘিরে দুপক্ষের মধ্যে ব্যাপক বচসা বাঁধে।পরবর্তীতে মেয়র গৌতম দেব সেখান যান।এরপর মেয়রের উপস্থিতিতে সেই কার্যালয়ের তালা খোলা হয়।
ঘটনার পর রাতে এলাকায় যান পাপিয়া ঘোষ।নেতৃত্বদের থেকে গোটা বিষয়টি শোনেন তিনি।পাপিয়া ঘোষ বলেন, এই ঘটনার আমরা ধিক্কার জানাচ্ছি।আমরা আগামীদিনে এর প্রতিবাদ করবো। আমাদের দল এবং আমরা সকলেই প্রতুল চক্রবর্তীর পাশে আছি আমরা।