শিলিগুড়ি, ২১ ডিসেম্বরঃ শিলিগুড়ির ১২ নম্বর ওয়ার্ডে শুরু হল ওয়ার্ড উৎসব সুচিন্তন।শনিবার সকালে প্রভাত ফেরি ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ড উৎসবের সূচনা করা হয়।
শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে ওয়ার্ড উৎসব।আজ ১২ নম্বর ওয়ার্ডে উৎসবের সূচনা হল।এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এরপর প্রভাত ফেরি বের করা হয়।উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ, মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ দুলাল দত্ত সহ অন্যান্যরা।প্রভাত ফেরি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ওয়ার্ড কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
এদিন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ বলেন, আজ ওয়ার্ড উৎসবের সূচনা হল।আগামী ৫ই জানুয়ারি পর্যন্ত চলবে।নাচ,গান আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।