২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডে জল এবং পার্কের শিলান্যাস করলেন মেয়র অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি, ২ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগম নির্বাচনের আগে ২৮ নম্বর ওয়ার্ডে পানীয় জল প্রকল্প ও ২৯ নম্বর ওয়ার্ডে শিশুদের জন্য পার্কের শিলান্যাস করলেন মেয়র অশোক ভট্টাচার্য।


এদিন টিকিয়াপাড়া এলাকায় পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডে জল প্রকল্পের শিলান্যাস করেন মেয়র অশোক ভট্টাচার্য।এদিনের দুটি শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শর্মিলা দাস, জল সরবরাহ দপ্তরের মেয়র পারিষদ শরদিন্দু চক্রবর্তী, মেয়র পারিষদ কমল আগরওয়াল।

অশোক ভট্টাচার্য জানান, এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই শিশু ও বয়স্কদের  জন্য একটি পার্ক চাইছিলেন। ইন্ডোর স্টেডিয়ামের পাশে থাকা পুরনিগমের  ছোট্ট একটি জমিতে এই পার্ক গড়ে তোলা হবে। আগামি এক বছরের মধ্যেই এই পার্কের কাজ শেষ হবে বলেও জানান তিনি।এছাড়াও ২৮ নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে পরিশ্রুত পাণীয় জল দেওয়াই তাদের লক্ষ্য।তাই এই প্রকল্পের শিলান্যাস।এর ফলে এলাকার মানুষের পানীয় জলের সমস্যা মিটবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELgrandpashabet giriş