ফুলবাড়িতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজের শিলান্যাস করলেন মেয়র গৌতম দেব

ফুলবাড়ি, ২১ মার্চঃ বৃহত্তর শিলিগুড়িতে জলের সমস্যা মেটাতে উদ্যোগী শিলিগুড়ি পুরনিগম।অম্রুত ২.০ প্রকল্পের মাধ্যমে ফুলবাড়িতে দ্বিতীয় পর্যায়ের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র গৌতম দেব।উপস্থিত ছিলেন পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এমএমআইসি দুলাল দত্ত, বিরোধী দলনেতা অমিত জৈন সহ পুরনিগমের ইঞ্জিনিয়ার সহ কাউন্সিলররা।   


জানা গিয়েছে, অম্রুত ২.০ প্রকল্পের মাধ্যমে প্রায় ৫১১ কোটি টাকা ব্যয়ে মেগা পরিশ্রুত পানীয় জলের প্রকল্পের কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই কয়েকমাস আগে গজলডোবায় ২০৪ কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে এই কাজ শুরু হয়েছে। সেই পাইপ লাইনের ৪২শতাংশ কাজ সম্পুর্ন হয়েছে। যেখানে ইনটেক ওয়েলের মাধ্যেমে গজলডোবা থেকে তিস্তা নদীর জল পাইপের মাধ্যমে ফুলবাড়িতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আনা হবে।

সেই জল পরিশ্রুত করে বৃহত্তর শিলিগুড়িতে সরবরাহ করা হবে। আজ সেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজের শিলান্যাস করা হয়। দ্বিতীয় পর্যায়ে প্রায় ২৮৭ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টি তৈরী করা হবে।সেখান থেকে বৃহত্তর শিলিগুড়িতে জলের সমস্যা মেটাতে পরিস্রুত বিশুদ্ধ জল সরবরাহ করা হবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *