শিলিগুড়ি,৩০ মেঃ পুরনিগমের সরবরাহকারী জল পান করতে নিষেধ করা হয়েছে। এরপর থেকেই পানীয় জল কিনতে লাইন শহরের বিভিন্ন জায়গায়।কোথাও পানীয় জল কিনতে লাইন দেখা গেল তো আবার কোথাও পুরনিগমের তরফে পানীয় জলের পাউচ সংগ্রহ করতেও ভিড় দেখা যায়। বুধবার মেয়র গৌতম দেব জানান, মহানন্দা জল পরীক্ষা করে দেখা গিয়েছে সেই জলে বিওডি ঠিকঠাক নেই। যেকারণে সেই জল পানের অযোগ্য। সেই জল দৈনন্দিন কাজে ব্যবহার করার কথা বলেছেন তিনি। আপাতত ২ রা জুন পর্যন্ত তিস্তার জল সরবরাহ না হওয়া অবধি পুরনিগমের জল পান করা যাবে না।
এরপরই দেখা যাচ্ছে জল কিনতে রীতিমতো লম্বা লাইনে দাড়াচ্ছেন শহরবাসীরা। রোজ পুরনিগমের তরফে ১ লক্ষ জলের পাউচ বিলি করা হচ্ছে। বরো ভিত্তিক ২০ হাজার জলের পাউচ দেওয়া হবে। বৃহস্পতিবার সকাল থেকেই ওয়ার্ডগুলিতে জলের পাউচ বিলি করা শুরু হয়েছে।