পানীয় জলের সমস্যা নিয়ে তুলকালাম পুরনিগমে, মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ বামেদের

শিলিগুড়ি,৩০ মেঃ মেয়র গৌতম দেবের গাড়ি আটকে পানীয় জলের সমস্যা নিয়ে বিক্ষোভ দেখালো SUCI এবং সিপিআইএম। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের সামনে পানীয় জলের সমস্যা নিয়ে বিক্ষোভ দেখায় SUCI এবং সিপিআইএম। এদিন প্রথমে বাম-কর্মী সমর্থকেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিষাক্ত জল শহরবাসীকে খাওয়ানো হলো কেন? এই প্রশ্ন তোলেন।


এদিকে সেইসময় মেয়র গৌতম দেব বরো অফিসে পরিদর্শন করতে বের হলে তাঁর গাড়ি আটকে দেয় বামেরা। পুলিশের সামনেই মেয়র এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সঙ্গে বিবাদ শুরু করে বিক্ষোভাকারীরা। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র এবং ডেপুটি মেয়র।
উল্লেখ্য, বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠক করে পুরনিগমের সরবরাহ করা জল পান করতে মানা করেন। তারপর থেকেই জল নিয়ে হাহাকার শুরু হয়। যদিও পুরনিগমের পক্ষ থেকে PHE এর জলের ট্যাংক বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করা হলেও জল কিনতে দোকানের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শহরবাসীকে।এমন পরিস্থিতিতে পুরনিগমের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পুরনিগমের সামনে বিক্ষোভ দেখায় বাম কর্মী-সমর্থকেরা।
শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, যখন তিনি ক্ষমতায় ছিলেন সেই সময় PHE এর কাজের জন্য দুদিন জল সরবরাহ বন্ধ ছিল। সেইজন্য তাকে হেনস্থা করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে, মেয়র গৌতম দেব এই বিক্ষোভের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, তাঁরা বিভিন্ন বরোতে গিয়ে এবং রাস্তায় থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom giriş