ভুটকিহাট এলাকায় স্কুটিতে ধাক্কা বাসের, ঘাতক বাসে আগুন ধরালো উত্তেজিত জনতা

রাজগঞ্জ, ২৮ সেপ্টেম্বরঃ রাজগঞ্জের ভুটকিহাট এলাকায় একটি বেসরকারি বাস ও স্কুটির সংঘর্ষে জখম ২।ঘটনার পর বাসটিতে আগুন ধরিয়ে দিল ক্ষুব্ধ জনতা।


স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ফালাকাটা – শিলিগুড়ি রুটের একটি বাস শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ভুটকিহাট এলাকায় বাসটি একটি স্কুটিকে ধাক্কা মারে। স্কুটিতে থাকা দুই আরোহী রাস্তায় ছিটকে পড়লেও স্কুটিটি বাসের নিচে আটকে যায়। সেই অবস্থায় বাসটি স্কুটিটিকে নিয়েই বেশ কয়েকশো মিটার এগিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করে বাসটিকে গন্ডার মোড়ে দাঁড় করায়। ভয়ে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন।এরপরই উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।ঘটনায় আহত দুই স্কুটি আরোহীর নাম আইয়ুব আলী ও হামিদার আলী। তাদের বাড়ি আমবাড়ির বীরবান এলাকায়।গুরুতর জখম অবস্থায় ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

এদিকে ঘটনার খবর পেয়ে আমবাড়ি ফাঁড়ি, নিউ জলপাইগুড়ি থানা ও রাজগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফুলবাড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নেভায়।


2 thoughts on “ভুটকিহাট এলাকায় স্কুটিতে ধাক্কা বাসের, ঘাতক বাসে আগুন ধরালো উত্তেজিত জনতা

  1. Prasanta Roy says:

    স্কুটি যখন বাসের নিচে পড়ে যায় বাস চালক বাস থামায়নি কেন?
    মার্ডার কেস ঠুকে দেওয়া হোক ঐ চালকের বিরুদ্ধে।
    ঐ রুটে আমিও স্কুটি নিয়ে ভালোই কয়েকবার গিয়েছিলাম
    বাপরে ভয়ঙ্কর গতিতে বাস চলে।
    লুকিং মিরোর দেখে স্কুটি থামাতে বাধ্য আমি।
    যে গতিতে বাস চলে মনে হয় প্লেন ধরবে
    নতুবা রকেট লঞ্চ করতে যাবে।

    শেষ কথা এই ধরনের বাসে আগুন লাগানো উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubahsegel girişbaywin girişmatadorbet girişMARSBAHİSMARSBAHİS GÜNCEL GİRİŞcasibom