শিলিগুড়ি,১০ এপ্রিলঃ ট্রাক চালককে খুনের পর ট্রাক বিক্রি করে দিয়ে শিলিগুড়িতে লুকিয়ে ছিল অভিযুক্ত। ঘটনার প্রায় ১০ দিন পর অভিযুক্তকে গ্রেফতার করল অসম পুলিশ। ভক্তিনগর থানার সহায়তায় ভূপেন্দ্রনগর এলাকা থেকে থেনরুপ লেপচা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে অসম পুলিশ।
জানা গিয়েছে, অসমের বঙ্গাইগাঁওতে ঘটনাটি ঘটে। অভিযুক্ত ভুটানের বাসিন্দা বলে জানা গেছে। প্রায় ১০ দিন আগে অসমের বাঙ্গাইগাঁও থানা এলাকায় এক চালকের মৃতদেহ পাওয়া যায়। মামলার তদন্ত শুরু করার পর, অসমের বঙ্গাইগাঁও পুলিশ জানতে পারে যে গাড়িটি চুরি করে বিক্রি করার জন্য চালককে খুন করা হয়েছে। এরপর তদন্তে পুলিশ জানতে পারে যে প্রায় ১০ দিন আগে, ওই চালক ভুটান থেকে একটি পণ্যবাহী গাড়ি নিয়ে অসমে এসেছিলেন। সেই সময় তাঁর পিছু নেয় অভিযুক্ত। অভিযুক্তের খোঁজ শুরু হয়। অবশেষে অভিযুক্তের মোবাইল টাওয়ারের লোকেশন দেখে শিলিগুড়িতে খোঁজ পাওয়া যায়।