শিলিগুড়ি, ৮ ডিসেম্বরঃ করোনা পরিস্থিতির জেরে কোনোরকম পরীক্ষা ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেনীর ছাত্রছাত্রীদের পাশ করানোর সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর।
গত ৭ ডিসেম্বর শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।তবে এও জানানো হয়েছে যে পরবর্তীতে স্কুল খোলার পর ক্লাস চালু হলে ছাত্রছাত্রীদের পুরোনো সিলেবাস পড়াতে হবে।এরপরই নতুন ক্লাসের সিলেবাস শুরু হবে।
প্রসঙ্গত, ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় বসতে হবে না।সরাসরি পরীক্ষায় বসতে পারবে ছাত্রছাত্রীরা।এমনটাই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।এর পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।