জলপাইগুড়ি, ২১ অক্টোবরঃ চাকরিতে স্থায়ী করণ সহ বিভিন্ন দাবিতে হাতে থালা নিয়ে জলপাইগুড়ি-শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করল পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির কর্মীরা।একই দাবিতে বিগত ৯দিন থেকে আনন্দ চন্দ্র কলেজের গেটের সামনে অনশন করছিল অস্থায়ী কলেজ কর্মীরা৷
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির জলপাইগুড়ি শাখার কর্মীরা চাকরিতে স্থায়ীকরণ করার দাবিতে ১৩ অক্টোবর থেকে জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের গেটের সামনে অনশন শুরু করে।জেলায় বহু ক্যাজুয়াল কর্মী দীর্ঘ প্রায় ২০-২৫ বছর থেকে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছে।কলেজের ক্যাজুয়াল কর্মী ও কলেজে অতিথি শিক্ষকদের একসঙ্গে নিয়োগ করা হয়েছিল।কলেজের অতিথি শিক্ষকদের চাকরিতে স্থায়ী করা হলেও কলেজের ক্যাজুয়াল কর্মীদের চাকরিতে স্থায়ী করা হয়নি এমনটাই অভিযোগ কর্মীদের।
বিগত প্রায় ৫ বছর ধরে চাকরিতে সরকারি স্বীকৃতির দাবিতে গোটা রাজ্যজুড়ে আন্দোলন শুরু হয়েছে।রাজ্যের শিক্ষা দপ্তর ও শিক্ষা মন্ত্রী বারংবার প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি৷সেকারনেই আজ হাতে থালা নিয়ে অনশনের পাশাপাশি পথ অবরোধ করে কলেজ ক্যাজুয়াল কর্মীরা।
পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির জলপাইগুড়ি জেলা সভাপতি উত্তম সোম বলেন, আমাদের আন্দোলন ছাড়া আর কিছু করার নেই।রাজ্যের শিক্ষামন্ত্রী একাধিকবার প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি।বিগত ৯দিন থেকে আমরা অনশন করছি সরকারি কোনো আধিকারিক আমাদের খোঁজ খবর নেয়নি।অনশন করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়েছেন তাদের আমরা নিজেরাই হাসপাতালে নিয়ে গিয়ে সুস্থ করে নিয়ে আসছি অথচ স্বাস্থ্যদপ্তর কোনো খোঁজ খবর নেয়নি।