রাজগঞ্জ, ১৫ অক্টোবরঃ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক লেভেল ট্রেনিং অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ফুলবাড়িতে।আজ ফুলবাড়ির পথসাথীতে আয়োজিত সভায় পশ্চিমবঙ্গের নয়টি জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়েস্ট বেঙ্গল ডিএলটি কর্মীরা সরকারের নানা বিভাগে কাজ করেন। জীবনজীবিকা উন্নয়নের জন্য ব্যাঙ্কে লোন পাইয়ে দেওয়া , স্বাস্থ্য সাথী , সমাজসাথী , খাদ্যসাথী , দুয়ারে সরকার এছাড়াও স্বাস্থ্য , শিক্ষা , পুষ্টি নিয়ে সচেতন করে আসছেন তারা।
সংগঠনের দাবী,কর্মীদের স্থায়ীকরন করা হোক, মাসিক বেতন ৩০ হাজার টাকা করা, পিএফ দেওয়া ও কর্মরত অবস্থায় ডিএলটি-কর্মীর মৃত্যু হলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হোক।মূলত চার দফা দাবির বিষয়টি নিয়ে আজ আলোচনা করা হয়।সরকার আমাদের দাবি মেনে নিলে খুবই উপকৃত হবো বলে জানান সংগঠনের সদস্যরা।