শিলিগুড়ি, ৩০ অক্টোম্বরঃ ‘বাংলাকে ভাগ হতে দেওয়া যাবে না, বাংলা ভাগের বিরুদ্ধে গর্জে উঠুন’ এই বার্তা দিয়ে এবারে সোচ্চার হচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল।
রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরে আয়োজিত হয় পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের দার্জিলিং জেলা প্রতিনিধি সম্মেলন।এই সম্মেলনের মধ্য দিয়ে নমঃশুদ্র ও উদ্বাস্তুদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি বাংলা ভাগের যে দাবি উঠছে তার বিরুদ্ধে ও এনআরসির বিরুদ্ধে সোচ্চার হন দলের নেতৃত্বরা।এছাড়াও এদিনের এই বার্ষিক সম্মেলনে একটি কমিটিও গঠন করা হয় যা নমঃশূদ্র উদ্বাস্তু সেলের তৃণমূল শাখা সংগঠনের হয়ে কাজ করবে।
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রণজিৎ সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য নেতৃত্বেরা।