চিকিৎসার অভাবে ঘরবন্দি মানসিক ভারসাম্যহীন স্ত্রী ও ছেলে,সাহায্যের আর্জি অসহায় বৃদ্ধের

রাজগঞ্জ, ৭ সেপ্টেম্বর: স্ত্রী ও ছেলে মানসিক ভারসাম্যহীন।আর্থিক সমস্যার জন্য করাতে পারছেন না চিকিৎসা।তাই বাধ্য হয়ে ঘরেই আটকে রাখতে হয়েছে স্ত্রী ও ছেলেকে।এমতবস্থায় সাহায্যের আর্জি জানিয়েছেন রাজগঞ্জের ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলার বাসিন্দা গোবিন্দ বিশ্বাস।


বৃদ্ধ গোবিন্দ বিশ্বাস ছোট একটি চায়ের দোকান করে কোনরকমে সংসার চালান।তার স্ত্রী গিরিবালা বিশ্বাস গত ৮ বছর ধরে মানসিক ভারসাম্যহীন।এছাড়া একমাত্র ছেলে বিকাশও গত ৩ বছর থেকে মানসিক ভারসাম্যহীন।

গোবিন্দ বাবু বলেন,  চায়ের দোকান করে কোনরকমে সংসার চালান।অভাবের কারণে স্ত্রী ও ছেলের চিকিৎসা করাতে পারছেন না।অনেক দৌড়ঝাঁপ করেও সাহায্য মেলেনি।তাই বাধ্য হয়ে স্ত্রী ও ছেলেকে ঘরবন্দি করে রাখছেন।


স্থানীয় বাসিন্দা নবীন রায় বলেন, ওই দুই মানসিক ভারসাম্যহীনের অত্যাচারে প্রতিবেশীরাও অতিষ্ঠ।কিন্তু পরিবারটির কথা ভেবে কেউ প্রতিবাদ করে না।কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলে বৃদ্ধ তার স্ত্রী ও ছেলের চিকিৎসা করাতে পারতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *