খড়িবাড়ি, ২৮ নভেম্বরঃ খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কির গোন্ডোগোল জোতের বাসিন্দা প্রতিবন্ধী রিঙ্কু শাহ কে হুইল চেয়ার প্রদান করল খড়িবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেস।
জানা গিয়েছে, পানিট্যাঙ্কির গোন্ডোগোল জোতের বাসিন্দা রিঙ্কু শাহ ভাঙাচোরা হুইল চেয়ারে করেই চলাফেরা করত।এই খবর পেয়ে এদিন খড়িবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কিশোরী মোহন সিংহের নেতৃত্বে তাকে নতুন হুইল চেয়ার প্রদান করা হয়।নতুন চেয়ার পেয়ে খুশি হন রিঙ্কু ও তার পরিবারের সদস্যরা।
