খড়িবাড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে সাহায্যের হাত বাড়াল খড়িবাড়ি ব্লক যুব তৃণমূল।
দীর্ঘ কয়েক মাস আগে শারীরিকভাবে অক্ষম হয়ে যান খড়িবাড়ির ব্লকের ডোহাগুড়ি এলাকার বাসিন্দা আমিন বাহান। খবর পেয়ে আজ তাকে হুইলচেয়ার প্রদান করা হয়। হুইলচেয়ার পেয়ে খুশি আমিন বাহান। উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল সভাপতি কিশোরী মোহন সিংহ, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি মহেশ চন্দ্র সিংহ সহ অন্যান্য সদস্যরা।
এই বিষয়ে কিশোরী মোহন জানান, খড়িবাড়ি ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করছি।আগামীদিনেও এই কর্মসূচি করা হবে।