ফুলবাড়ি, ৯ অক্টোবরঃ পুজোর আগে প্রতিবন্ধী মহিলাকে হুইল চেয়ার ও নতুন বস্ত্র প্রদান করল স্বেচ্ছাসেবী সংস্থা সৃষ্টি ফাউন্ডেশন।পাশাপাশি ভালোবাসা মোড়ে এক কলেজ ছাত্রীকে উচ্চশিক্ষার জন্য ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, বিগত বছরে চলাফেরার ক্ষমতা হারিয়েছেন ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের শ্রীনগরের বাসিন্দা দোলা দাস।বর্তমানে বাড়িতেই দিন কাটাচ্ছেন তিনি।সরকারী হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করিয়েও কোনো লাভ হয়নি।তার এই সমস্যার কথা শুনে এগিয়ে আসে সৃষ্টি ফাউন্ডেশন।এদিন তাকে হুইল চেয়ার এবং নতুন বস্ত্র তুলে দেন সংস্থার কর্নধার গৌতম গোস্বামী।
পাশাপাশি ভালোবাসা মোড়ের এক কলেজ ছাত্রী অনন্যা সরকারকে উচ্চশিক্ষার জন্য ১০ হাজার টাকা তুলে দেন গৌতম গোস্বামী।