আলিপুরদুয়ার, ১০ ফেব্রুয়ারিঃ রাজাভাতখাওয়া প্রজনন কেন্দ্র থেকে ফের মুক্ত পরিবেশে ছাড়া হল ১৩টি হোয়াইট ব্যাক শকুন।
শুক্রবার রাজাভাতখাওয়া প্রজনন কেন্দ্র থেকে মোট ২০টি শকুন মুক্ত করে বক্সা বনদপ্তর। জানা গেছে, শকুনগুলির মধ্যে ১৩টি হোয়াইট ব্যাক প্রজাতির ও ৭টি হিমালয়ান গ্রিফেন প্রজাতির।
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পরিবেশ থেকে হারিয়ে যাওয়া শকুন প্রজননের উদ্যোগ গ্রহণ করে বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি।এরপরই বক্সা বনদপ্তরের রাজাভাতখাওয়ার জঙ্গলে শকুন প্রজনন প্রকল্প চালু করা হয়। রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে ২০১৯ সালে প্রথম পরীক্ষামূলক উন্মুক্ত আকাশে কলার আইডি (PTT) লাগিয়ে শকুন মুক্ত করা হয়।এরপর তাদের গতিবিধির ওপর নজর রাখে বনদপ্তর।
সেই অনুযায়ী শুক্রবার ফের রাজাভাতখাওয়া প্রজনন কেন্দ্র থেকে ১৩টি হোয়াইট ব্যাক শকুন পরিবেশে ছাড়া হল।ইতিমধ্যেই মোট ৩১ টি হোয়াইট ব্যাক সহ অন্যান্য শকুন পরিবেশে ছাড়া হয়েছে।