আলিপুরদুয়ার, ২ আগস্টঃ লাগাতার বন্য জীবজন্তুর হামলায় আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের মেঘনাথ সাহা নগরের বাসিন্দারা।এতদিন এলাকায় হাতি ও বানরের হামলায় অতিষ্ট ছিলেন বাসিন্দারা।এবারে জঙ্গলি শূকর উৎপাত শুরু করেছে এলাকায়।
স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে জঙ্গলি শূকরের দল গ্ৰামে প্রবেশ করে উৎপাত চালাচ্ছে।নষ্ট করে দিচ্ছে জমির ফসল।তাদের অভিযোগ, রাত হলেই বুনো হাতি হানা দিয়ে ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ করছে এবং দিনের বেলা জঙ্গলি শূকর গ্ৰামে উৎপাত করছে।
বন্যজন্তুর হানা থেকে গ্ৰামবাসীকে কিভাবে রক্ষা করা যায় এই নিয়ে মাদারিহাটে বনদফতরের যৌথ বন সুরক্ষা কমিটির একটি মিটিংও হয়।
এই বিষয়ে যৌথ বন সুরক্ষা কমিটির সভাপতি সুজিত নন্দী জানান, জঙ্গলি শূকরের দলকে কিভাবে জঙ্গলে ফেরানো যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে।