শিলিগুড়ি, ২৯ জানুয়ারিঃ শিলিগুড়ির পর দার্জিলিং পুলিশও মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে গঠন করল ‘উইনার্স বাহিনী’।এই বাহিনীতে ৩০ জন মহিলা পুলিশ কর্মী সামিল রয়েছেন।
জানা গিয়েছে, দার্জিলিং এর ডিএসপি এস লেপচার নেতৃত্বে এই বাহিনীকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে।আজ সবুজ পতাকা দেখিয়ে নতুন উইনার্স বাহিনীর সূচনা করলেন আইজিপি নর্থ বেঙ্গল ডিপি সিং।
এই বিষয়ে দার্জিলিং এর পুলিশ সুপার সন্তোষ নিলম্বকার বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই মহিলা উইনার্স বাহিনী গঠন করা হয়েছে।এই দল বিশেষভাবে মহিলা পর্যটকদের সুরক্ষা প্রদান করবে।স্কুটিতে করে নজরদারি চালাবে এই বাহিনী।
দার্জিলিং এর ডিআইজি অমিত পি জাভালগী বলেন, শিলিগুড়িতে মহিলাদের সুরক্ষার স্বার্থে উইনার্স বাহিনী গঠন করা হয়েছে।তা দেখেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ধরণের বাহিনী গঠনের নির্দেশ দিয়েছিলেন।সেই নির্দেশ অনুযায়ী এই বাহিনী গঠন করা হয়েছে।এই বাহিনীতে ৩০ জন মহিলা পুলিশকর্মী রয়েছেন।দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াংয়ে পরিষেবা দেবে এই বাহিনী।
অন্যদিকে নর্থ বেঙ্গল আইজিপি দেবেন্দ্র প্রকাশ সিং বলেন, রিভিউ মিটিং এর সময় শিলিগুড়ির মতই দার্জিলিঙেও মহিলা উইনার্স বাহিনী গঠনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।সেই নির্দেশ অনুযায়ী দার্জিলিং এর এসপি’র নেতৃত্বে এই বাহিনী গঠন করা হয়েছে।উইনার্স বাহিনীকে বিশেষ প্রশিক্ষনও দেওয়া হয়েছে।