আলিপুরদুয়ার, ২৮ এপ্রিলঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে নারী সুরক্ষায় আলিপুরদুয়ার জেলাতেও গঠিত হল মহিলা কমব্যাট ফোর্স উইনার্স।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার পৌরসভা এলাকায় ২৪ ঘণ্টা কাজ করবে এই উইনার্স বাহিনী।শহরের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিশেষ করে মহিলাদের সুরক্ষায় বিশেষভাবে কাজ করবে এই বাহিনী।শহরের মহিলারা কোনো সমস্যায় পড়লে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যাবে উইনার্স বাহিনী।
এই উইনার্স বাহিনীতে বর্তমানে রয়েছে ২৫ জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা কনস্টেবল এবং দুজন সাব-ইন্সপেক্টর।এই বিশেষ প্রশিক্ষিত বাহিনী নারী সুরক্ষায় যথেষ্ট পারদর্শী।বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী উইনার্স দলের আনুষ্ঠানিক সূচনা করেন।