আন্তঃজেলা মহিলা ক্রিকেট টুর্নামেন্টে রানার্স হল শিলিগুড়ির মহিলা ক্রিকেট দল

শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ সিউড়িতে আয়োজিত আন্তঃজেলা মহিলা ক্রিকেট টুর্নামেন্টে রানার্স হল শিলিগুড়ি মহকুমা পরিষদের মহিলা ক্রিকেট দল।


আজ শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে শিলিগুড়ি ক্রিকেট লাভারস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক অরূপ রতন ঘোষ, মনোজ ভার্মা সহ অন্যান্যরা।

কোচ তপন ভাওয়াল জানান, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উত্তর ২৪ পরগণাকে হারিয়ে ফাইনালে ওঠে শিলিগুড়ির মেয়েদের এই দল। ফাইনালে নদীয়ার কাছে অল্প রানে হেরে যেতে হয় তবে প্রথমবার উত্তরবঙ্গের একটি দল ফাইনালে উঠতে পেরেছে।কোচ আরও জানান লড়াইটা কঠিন ছিল, তবে ভবিষ্যতে তারা চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *