শিলিগুড়িতে শ্রমিক মেলার আয়োজন

শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ শুক্রবার শিলিগুড়ির দাগাপুর কমপ্লেক্স ময়দানে শুরু হল তিন দিবসীয় শ্রমিক মেলা।এদিন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন।


এদিন দুর্ঘটনায় মৃত্যু হওয়া পাঁচজন শ্রমিক পরিবারের সদস্যদের হাতে ২ লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়।মেলায় শ্রমিক সুরক্ষা যোজনা প্রকল্পে শ্রমিকদের রেজিস্ট্রেশন এর জন্য একটি আলাদা স্টলও বসানো হয়েছে।

পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, যে সকল শ্রমিকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তাদের সহায়তা করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *