শিলিগুড়ি, ৩ ডিসেম্বরঃ শিলিগুড়িতে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস।
পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী এবং নর্থ বেঙ্গল হ্যান্ডিক্যাপড রিহ্যাবিলিটেশন সোসাইটির তরফে শোভাযাত্রার আয়োজন করা হয়।শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।বিশেষ চাহিদাসম্পন্ন স্কুলের শিশু, কিশোর কিশোরীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে।পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, মানিক দে, নান্টু পাল সহ অন্যান্যরা।
এদিন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর সদস্য মনি থাপা বলেন, প্রতিবন্ধী ভাই-বোনেদের যে অধিকার, অন্যান্য সাধারণ মানুষদের মত তারাও পৃথিবীর সন্তান এই কারনেই তাদের আজকের পদযাত্রা।সাধারণ মানুষ যেসব সুযোগ সুবিধা পায় তাদের সেই অধিকার পাওয়ার যোগ্যতা আছে।
নর্থ বেঙ্গল হ্যান্ডিক্যাপড রিহ্যাবিলিটেশন সোসাইটির সদস্য সঞ্চিতা লামা বলেন,এই পদযাত্রায় সামিল হয়ে আমরা সারা বিশ্বকে জানাতে চাই, এই প্রতিবন্ধী বাচ্চারা যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসেন।সাধারণ মানুষের সাথে সমান তালে পা মিলিয়ে যাতে ওরা চলতে পারে এই বার্তাই দেন তিনি।