শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ বুধবার ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে শিলিগুড়ি প্যারামাউন্ট হাসপাতালে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হল।
এদিনের শিবিরে হার্টের রোগ নিয়ে সাধারন মানুষকে সচেতন করার পাশাপাশি রোগীদের বিনামূল্যে পরামর্শ দেওয়া হয়।পাশাপাশি আরএসএসডিআই এর সহযোগিতায় ডায়েবেটিস ক্যাম্পেরও আয়োজন করা হয়।‘One Nation One day One Million test’ এই স্লোগানকে সামনে রেখে বিনামূল্যে সুগার পরীক্ষার ব্যবস্থাও করা হয়।
প্যারামাউন্ট হাসপাতালের ডিরেক্টর ডঃ নৈতিক সিংলা বলেন, ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে এই শিবিরের আয়োজন করা হয়েছে।ভবিষ্যতেও সাধারন মানুষের কথা মাথায় রেখে এই ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে জানান তিনি।
অন্যদিকে ডঃ স্বপন কুমার সাহা এবং ডঃ ঝুলানা কুমার জেনা বলেন, আজকের দিনটি গোটা বিশ্বে ওয়ার্ল্ড হার্ট ডে পালিত হয়।এই দিনটি পালনের একমাত্র লক্ষ্য হৃদ রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা।