নকশালবাড়ি, ৯ আগস্টঃ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে নকশালবাড়ি ব্লক ২ তৃণমূল যুব কংগ্রেসের তরফে নকশালবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠানের আয়োজন করা হল।
এদিন নকশালবাড়ির বিভিন্ন এলাকায় শোভাযাত্রার আয়োজনও করা হয়।এদিনের কর্মসূচিতে প্রধান অতিথিদের আদিবাসী রীতিনীতি অনুসারে স্বাগত জানানো হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার সহ অন্যান্য অতিথিরা।পাশাপাশি বীরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার, ব্লক ২ সভাপতি পৃথ্বী রায়, যুব ব্লক সভাপতি অরুণ ঘোষ, রাজেন সুনদাস, পার্থ সারথী মুখার্জি, বিরাজ সরকার, সত্যনারায়ণ গোস্বামী, বীরেন সরকার, পুষ্পা খালকো সহ অন্যান্যরা।