ইসলামপুর, ৯ আগস্টঃ গোটা দেশের পাশাপাশি ইসলামপুর ও চোপড়া সহ ব্লকের বিভিন্ন এলাকায় পালিত হল বিশ্ব আদিবাসী দিবস।রবিবার আদিবাসী সংগঠনের তরফে ইসলামপুর দমকল কেন্দ্র সংলগ্ন এলাকায় সিধু কানুর মূর্তির পাশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের ইসলামপুর ব্লক সম্পাদক জেসকেল হাসদা জানান, আদিবাসী সমাজ এখনও অনেক অধিকার সঠিকভাবে পায়নি।গোটা বিশ্বের আদিবাসীদের কাছে আজকের এই বিশেষদিনে একত্রিত হয়ে অধিকার প্রতিষ্ঠার লড়াই এর বার্তা দেন তিনি।
অন্যদিকে চোপড়াতেও বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়।চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের দেবীঝোরা বটতলা মোড়ে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে এই দিনটি পালিত হয়। এদিন প্রথমে জাতীয় পতাকা উত্তলন ও সংগঠনের পতাকা উত্তলন করে শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু হয়।