শিলিগুড়ি, ১২ মেঃ আজ আন্তর্জাতিক নার্স দিবস।এই দিনটিতে প্রতিবছর বিভিন্ন হাসপাতালে নার্সদের সম্মান জানাতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।গতবছর করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে দিনরাত এক করে রোগীদের পরিষেবা দিয়ে চলেছেন নার্সরা।অনেকে করোনা আক্রান্ত হয়েছেন, ফের সুস্থ হয়ে নিজেদের কাজে ফিরেছেন।আজ নার্স দিবসে শিলিগুড়ি জেলা হাসপাতালে কোনো অনুষ্ঠান নয় রোগী পরিষেবা করতে দেখা গেল নার্সদের।
আজকের দিনে রোগীর পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, নার্সদের যথাযথ সম্মান দেওয়া হোক।এটাই আজকের দিনে তাদের কাছে বড় উপহার।
শিলিগুড়ি জেলা হাসপাতালে কর্মরত নার্সরা জানান, আজ বিশ্ব নার্স দিবস।করোনা মহামারিতে রোগী পরিষেবা দেওয়াটাই তাদের কাছে অগ্রাধিকার।তাদের কাছে সবথেকে বেশী খুশির হল একজন রোগী অসুস্থ হয়ে আসেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
করোনা মহামারি পরিস্থিতিতে সাধারণ মানুষকে মাস্ক পড়া, স্যানিটাইজার ব্যবহারের আর্জি জানান তারা।