আলিপুরদুয়ার, ২২ সেপ্টেম্বরঃ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট জলদাপাড়া এনআইসিতে পালিত হল বিশ্ব গন্ডার দিবস।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলদাপাড়ার ডিএফও দীপক এম, বনদপ্তরের আধিকারিকেরা সহ অন্যান্য বনকর্মীরা।
এই বিষয়ে জলদাপাড়ার ডিএফও দীপক এম বলেন, জলদাপাড়া অভয়ারণ্যে গন্ডারের সংখ্যা বেড়েছে।গন্ডারের মৃত্যু ঠেকাতে এগিয়ে আসতে হবে গ্রামবাসীদেরও।বনকর্মীরা সবসময়ই টহল দেন।তবে এলাকায় সন্দেহভাজন কাউকে দেখলে বনদপ্তরেকে খবর দেওয়ার কথা বলেন তিনি।